
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট-হিলি পাকা রাস্তা সংলগ্ন পাঁচবিবি পৌর এলাকায় অবস্থিত ঐতিহাসিক বুড়াবুড়ির মাজার জিয়ারত করেন জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট সামছুল আলম দুদু। রবিবার দুপুরে তিনি মাজারের এতিমখানায় অধ্যায়নরত্ব কোরআনের হাফেজ মওলানা শিক্ষক কমিটির সদস্যদের নিয়ে মাজার জিয়ারত করেন। তিনি মাজার কমিটির সভাপতি হওয়ায় তার সভাপতিত্বে মাসিক মিটিং অনুষ্ঠিত হয়। মাজারের দানবক্স থেকে আদায় মাজার উন্নয়ন কাজে ব্যয় এতিম শিশুদের খাওয়া খরচ শিক্ষকদের বেতন প্রদান আয়-ব্যয় এসব তুলে ধরেন কমিটির সাধারন সম্পাদক তোয়াবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি ও স্থানীয় কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু মাহতামিম নূর-নবী সহ অন্য শিক্ষক ও সদসগন।