সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

বেনাপোলে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট:

মোঃ সাইদুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ-
বেনাপোল পৌরগেট সংলগ্ন কাগজপুকুর নতুন বাস টার্মিনাল ও ফুড পোর্ট ক্যাফে’র পাশে একটি কালভার্টের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টার সময় ওই কালভার্টের নীচে জমে থাকা পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য যশোরে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। আশেপাশের সিসিটিভি সহ যাবতীয় তথ্যাদি সংরক্ষণ করে তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) ইব্রাহিম আলী বলেন, মরদেহটি উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত