শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩

বেনাপোলে ইয়াবা ট্যাবলেট সহ ১২ জন পলাতক আসামী গ্রেফতার

আপডেট:


মোঃ সাইদুল ইসলাম
:- যশোরের বেনাপোলে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ ১২ জন পলাতক আসামী কে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

বুধবার (২১ জুন) দুপুরে গ্রেফতারকৃত আসামীদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতার আসামীরা হলেন, রঘুনাথপুর গ্রামের আশরাফুল হোসেন, ভবারবেড় গ্রামের আলামিন হোসেন, একই গ্রামের রহমত আলী সরদার, বারোপোতা শিবনাথপুর গ্রামের মোঃ তুষার ইমরান, ভবারবেড় মধ্যপাড়া গ্রামের মোঃ রহমত আলী, ভবারবেড় মাঝের পাড়া এলাকার রহমত আলী সরদার, মোঃ জাকির হোসেন জাকারিয়া, শওকত আলী মোড়ল স্বপন, আমিরুল, বড় আঁচড়া গ্রামের রয়েল। এছাড়া খড়িডাঙ্গা গ্রামের মৃত কওছার আলীর ছেলে মোঃ মাহবুর রহমান (৩৬) কে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত