সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

বেনাপোলে যুবকের গলা কাঁটা মরদেহ উদ্ধার

আপডেট:


মোঃ সাইদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি
: যশোরের বেনাপোলে সজীব হোসেন (১৬) নামের এক ইজিবাইক চালকের গলা কাঁটা মরদেহ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ।

বুুধবার সকালে খড়িডাঙ্গা পদ্ম বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সজীব গয়ড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি খড়িডাঙ্গা পদ্ম বিলের ধান ক্ষেতে এক যুবকের গলাকাঁটা মরদেহ পড়ে রয়েছে। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়ে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা কান্ড সংগঠিত হয়েছে। আমরা ঘটনার সাথে জড়িতদের শনাক্ত এবং রহস্য উদঘাটন করতে সব ধরনের চেষ্টা চালাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত