সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

বেনাপোল দৌলতপুর সীমান্তে ৩ কেজি সোনার বারসহ ৩ জন পাচারকারী আটক

আপডেট:

মোঃ সাইদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি:-যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ২ কেজি ৯শ ৪০ গ্রাম ওজনের ৪টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। এ সময় একটি প্রাইভেটকারসহ তিনজন পাচারকারীকে আটক করা হয়।

বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার এলাকা থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়েছে বলে জানান খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান পিএসসি।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, সাইদুর রহমান (৩৩), সাইফুল ইসলাম (৩৬) ও মাসুদ চৌধরী বাবু (৩১)।

বিজিবি জানান, সোনা পাচারের গোপন সংবাদে দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার এলাকায় বিজিবির একটি বিশেষ টহলদল অবস্থান নেয়। এ সময় একটি প্রাইভেটকারে থাকা সন্দেহভাজন ৩ জনকে সোনার বার সহ আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে চারটি সোনারবার পাওয়া যায়। যার মূল্য দুই কোটি ৬৫ লাখ টাকা।

বিজ্ঞাপন

এ ব্যাপারে আটক তিনজন পাচারকারীর নামে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে সোনার চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত