
ডেস্ক রিপোর্ট: ইতালি আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক হাসান ইকবাল বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশকে সমৃদ্ধ করার আহ্বান জানিয়েছেন। ইতালিতে ব্যক্তি মালিকানাধীন প্রথম মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির বিশ বছর পূর্তি উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে তিনি এ আহ্বান জানান।
ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির এই ২০ বছর পূর্তির উৎসবে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং ইতালি আওয়ামীলীগের সভাপতি মোঃ ইদ্রিস ফরাজী সভাপতিত্ব করেন।
ইটালি আওয়ামী লীগের দীর্ঘদিন দায়িত্ব পালনরত এই সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, প্রবাসী বাংলাদেশীদের কষ্টার্জিত অর্থে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে ভূমিকা রেখে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরেছেন।
হন্ডিকে বিসর্জন দিয়ে নিজের স্বার্থেই বৈধভাবে বাংলাদেশে অর্থ প্রেরণ করে দেশ এবং নিজের পরিবারকে সুন্দর রাখা সম্ভব বলেও তিনি মনে করেন। হুন্ডি প্রতিরোধে সরকারকে যথাযথ দায়িত্ব পালনের অনুরোধ জানান।