সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

ভাঙ্গায় হয়রানীমূলক সংবাদের বিরুদ্ধে সংবাদ সন্মেলন

আপডেট:

ফরিদপুরের ভাঙ্গার স্ট্যাম্প ভেন্ডার আজম আলীর বিরুদ্ধে দুটি স্থানীয় দৈনিক পত্রিকায় হয়রানিমূলক সংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সন্মেলন করেছেন ভাঙ্গা উপজেলা স্ট্যাম্প ভেন্ডার ও দলিল লেখক সমিতি।

রবিবার (৭ মে) সকাল ১১টায় ভাঙ্গা দলিল লেখক সমিতির কার্যলয়ে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সন্মেলনে বিভিন্ন স্ট্যাম্প ভেন্ডার ও দলিল লেখক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে স্ট্যাম্প ভেন্ডার আজম আলী বলেন, আমি একাধারে এলাকার একজন স্ট্যাম্প ভেন্ডার, ডেভেলপার ব্যবসায়ী, প্রথম শ্রেণির ঠিকাদার ও একজন ভূষি মালের ব্যবসায়ী। আমার ছেলে বিদেশ থাকে। আমার ছেলে বিদেশ থেকে এক কোটি ৮৮ লক্ষ টাকা বৈধ ভাবে জনতা ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছে। এক কোটি ৬২ লক্ষ টাকার জমি বিক্রয় ও ব্যাংক ঋণের টাকা দিয়ে বাড়ী করেছি যা আয়কর রির্টানেও দেখানো আছে।

সে সময় নিজেকে একজন শীর্ষ আয়করদাতা দাবী করে তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল আমার সুনাম ক্ষুন্ন করার জন্য “মাছ বিক্রেতা থেকে হাজার কোটি টাকার মালিক- গড়েছেন একাধিক বহুতল ভবন” শিরোনামে যে দুটি সংবাদ পরিবেশন করা হয়েছে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে বলেন, সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করাসহ একটি কুচক্রী মহল থেকে মিথ্যা সংবাদ পরিবেশন করার পরিপ্রেক্ষিতে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সন্মেলনে সেসময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. আইয়ুব আলী, সাবেক দলিল লেখক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর মাতুব্বর, সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম বুলুসহ সমিতির সদস্যবৃন্দ।

ভাঙ্গা উপজেলা স্ট্যাম্প ভেন্ডার ও দলিল লেখকদের আয়োজন এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত