মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩

ভারতের রুপিতে প্রথম চালানে ৪ট্রাক পণ্য ঢুকেছে বাংলাদেশে

আপডেট:

মোঃ সাইদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: ভারত-বাংলাদেশ সরকারের যৌথ সম্মতিতে আমদানি পণ্যের এলসি রুপিতে উদ্বোধনের ১৪ দিন পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রথম চালানে ১ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৭৬০ রুপি মূল্যের চার ট্রাক মটর যন্ত্রাংশ আমদানি হয়েছে।মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে প্রথম পণ্যের চালানটি নিয়ে ৪টি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। পণ্যের আমদানিকারক বাংলাদেশের নিতা কোম্পানি লিমিটেড এবং রফতানিকারক ভারতের টাটা মটরস। বর্তমান বৈশ্বিক মন্দার এ বাজারে ডলারের সংকট কাটাতে বড় ভূমিকা রাখবে রুপি। এর আগে, গত ১১ জুলাই ঢাকায় ভারতীয় দূতাবাসের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক সংগঠনের সঙ্গে এক বৈঠকে রুপিতে আমদানি বাণিজ্যের এলসি কার্যক্রমের উদ্বোধন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত