মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩

ভারতে পাচার হওয়া ৭ বাংলাদেশি দেশে ফেরত

আপডেট:

মোঃ সাইদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধিঃ-ভারতে পাচার হওয়া ৭ বাংলাদেশি নারী ও শিশু দেশে ফেরত। যশোরের বেনাপোল দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দীর্ঘ এক থেকে তিন বছর ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেলো পাচার হওয়া ৭বাংলাদেশি নারী ও শিশু। বুধবার (৯আগস্ট) সন্ধায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তারা। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। ফেরত আসা৭ নারী ও শিশু রয়েছে। সাজাভোগের পর ভারতের রেসকিউ ফাউন্ডেশন মুম্বাই এর ১টি শেল্টার হোমের হেফাজতে ছিল তারা।ফেরত আসা আখিরা বলেন,আমরা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভালো কাজের আশায় ভারতে পাড়ি জমাই। এরপর বাসাবাড়িতে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে, আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজাভোগ করেছি। এরপর সেখানে একটি শেল্টার হোম আমাদের আশ্রয় দেয়। পরে ভারতের শেল্টারহোম থেকে দেশে ফিরেছি। শেল্টারহোমে আমাদের বয়সী অনেক বাংলাদেশি নারী ও শিশু আছেন। তারা দেশে আসার অপেক্ষায় রয়েছে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব বলেন, ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি নারী-শিশুদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে। যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার রোকেয়া খাতুন বলেন, ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার ৭ জনকে গ্রহন করে নিজস্ব শেল্টারহোমে রাখবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত