সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

ভেঙে চুরমার

আপডেট:

 

কলমে ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তাং ঃ ১১.১১.২০২৩

 

বিজ্ঞাপন

শহর থেকে অনেক দূরে

গা গ্রামের ক্ষেতে চরে ,

তোমার সাথে বেড়াতাম ঘুরে

সন্ধ্যায় দু’জন ফিরতাম ঘরে!

 

গভীর রাতে বাজাতাম বাঁশি

সান বাধা ঘাটের সিঁড়িতে বসি,

ঝাপ টায় তুমি ধরতে আসি

সে সব কথা আজকে বাসী!

 

নাকের ডগায় ঘামের ফোঁটা

টিপনি কাটতাম দিয়ে খোঁটা,

বলতে, আমি স্বামী সোহাগী

খুশীতে উড়তে দিগন্তে বিহগী!

 

হাজার স্বপ্ন পুষতাম বুকে

ঘর বেঁধে থাকবো সুখে!

হারাতাম তোমার কাজল চোখে

পালাতে লাজে আমার বুকে!

 

তারপর একদিন হারিয়ে গেলে

চল্লিশ বছর পর আজকে এলে,

একই বিমানে পাশাপাশি আসন

আগের মত করলে না শাসন!

 

কেন আমায় ছেড়ে গেলে

না হয় একমাস ছিলাম জেলে,

জেল খাটলে “লেখার” দোষে

তাকে কি চোর বলে দেশে?

 

কত কবি খেটেছেন জেল

বছর শেষে পেয়েছেন বেল,

ভালোবাসা তাদের, গেছে কি পালায়

শত ফুল হার পেয়েছেন গলায়!

 

কোন অভিমানে ছেড়ে গেলে

এত ভালোবাসা কোথায় পেলে?

কোন ভাগ্যবান পেলেন তোমায়

যেতে একটু জানায় আমায় ?

 

তুমি-আমি এক বিমানে, পাশাপাশি

ইচ্ছে করে আর-ও একটু কাছে আসি!

সে সাহস আজ, আমার কোথায়

তীব্র দহনে অঙ্গার আমার, সেই সে হৃদয়!

 

আবার হারালে “পোখরা” বিমান বন্দর

ফেলে যাওয়া চিরকুটটা কাঁপালো অন্তর!

তা হলে কি আমার অপেক্ষায় আজও কুমারী

দু’টো জীবন ব্যর্থতার সব দোষ আমারই?

 

হিমালয়ের পাদদেশে ঠান্ডা মাইনাস সেলসিয়াস

স্বেদ স্নাত হলাম, লাভার তাপ বুকে আগ্নেয়গিরি ভিসুভিয়াস!

সহস্র পর্যটকের ভিড়ে আজ-ও খুঁজি তোমায়

জিতে যেতে পারো না আজীবন কাঁদায় আমায়!

 

জেনে গেলে না, আমার ও হয়নি ঘর-সংসার

কবিতা না-কি ছাইপাঁশ লিখে, কাটালাম জীবন, হৃদয়টা ভেঙে চুরমার!!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত