মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩

মনীষী দৃষ্টিতে খারাপ মানুষ কে

আপডেট:

 

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তাং ঃ ১৩.১১.২০২৩

 

বিজ্ঞাপন

মনীষী মতে মানুষ হওয়া মানেই, “সত্য বলা, কারো ক্ষতি না করা , প্রতিশ্রুতি রক্ষা করা, কারো বিপদে সাহায্য করা, উপকারীর উপকার স্বীকার করা, হিংসা-বিদ্বেষ ত্যাগ করা, নির্লোভী হওয়া, ন্যায়পরায়ন, ন্যায় বিচারক,

সাম্যবাদী হওয়া, ধর্ম বর্ণ লিঙ্গ বৈষম্যে বিরোধী, মানবতা মনুষত্যের ধারক, ক্ষমাশীল মন, ইত্যাদি ” মানুষ” এর সজ্ঞা দিয়েছেন!

 

ইসলামি স্কলার রা একই পয়েন্ট গুলো যার মধ্যে আছে তাকে “মানুষ” বলেছেন! শুধু যোগ করেছেন, “ইহসান আদল মেনে তাকওয়াপূর্ণ জীবন” ধারন ই মানুষের কাজ! সব ধর্মগ্রন্থ একই কথা বলেছে!

 

প্রিয় পাঠক, তা হলে মন্দ মানুষ কে? এ-ই সব উল্লেখিত বিষয় যার ভিতর অনুপস্থিত তিনিই “মন্দ মানুষ”!

অন্ধকার কি? আলোর অনুপস্থিতি। ঠান্ডা কি? তাপের

অনুপস্থিতি! পাপ কি? পূণ্যের অনুপস্থিতি! তেমনি অসচ্ছ বিবেক বিবেচক উপরে বর্নিত বিষয়গুলো যারা ধারন করেন না তারা “মন্দ লোক”!

 

আমরা যত সহজে মিথ্যা বলি, প্রতারণা করি, ধর্মীয় ভন্ডামি করি, বংশ গর্বে মাতি, পয়সার ঝাঝ দেখাই,

আমরা ” মানুষ” কে? শুধু নারী সৌন্দর্যে কবিতা কাব্য বর্নন কে পাপ বুঝি, দেখা পাপ বুঝি, নিজে পর্দায় নাই

নারীকে দশ গজ কালো কাপড় পরাই, মানবতা মনুষ্যত্ব বেহেশতে দোযখ নারীর মধ্যে নিহিত বাকী কুরআন গীতা বাইবেল মনীষী যা বলেন তা মানি না!

কুরআনে আল্লাহ বলেন, হে বান্দা “আমার পাহাড় সমান” পাপ করে ক্ষমা যদি চাও, আমি আল্লাহ দুনিয়া সমান ক্ষমা নিয়ে হাজির হবো কিন্তু আমার বান্দার

“সরিষা” সমান পাপ আমি স্বয়ং আল্লাহ ক্ষমা করার অধিকার রাখি না!

 

প্রিয় পাঠক, আমরা, ৯৯% ভাগ মানুষ রাতে শুয়ে ছক আটি কোন মানুষটার কি ক্ষতি করবো, কালকের শালিসি কার পক্ষে রায় দেবো, কোন মহিলা কে ফাঁদে ফেলবো তার চরিত্র তুলে ধরে, আবার আমিই বড় ধার্মিক, খাঁটি ঈমানদার, খাঁটি মানুষ!

মানুষের কাতারে যখন পড়ি না বেহশত নরক তো দূরের কথা! আমার শক্তি আযান দিলে তো মসজিদে যাই, মক্কা মদিনা গয়া কাশি ভ্যাটিক্যানের পোপ সাক্ষাৎ পেয়ে গেছি, পাপ মোচন তো হয়েই গেছে! এই ভুল ধারনা টা বিশ্বে ধর্মহীন করেছে মানুষ কে এবং মানুষ সজ্ঞার বাইরে চলে গিয়ে “অমানুষ” হয়েছে! তাইতো একদিকে দেহ ব্যবসা অন্য দিকে হজ্ব, চোরা /জুলুমি টাকায় বাড়ী করে তার ভিতর নামাজ —-

বিবেকের মৃত্যু ঘটেছে!

 

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশ কে ভালবাসেন!

আগে মানুষ হন, দুই চোখ দুই পা দুই কান হিজাব নেকাব হাত-পায়ে মোজা বউকে পরায় স্বর্গ সিড়ি খুঁজেন না! কাপড় ফেড়ে সব দেখা যায়, দেখে মন, চোখ না! তাই আটলান্টিক ওপারে মেয়ের সাথে ভালোবাসা হয় এবং বাংলাদেশে চলে এসে বিয়ে করে!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত