
সাইফুর নিশাদ
মনোহরদী প্রতিনিধি
একটি গতিশীল স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান আলোকিত মানুষ ফাউন্ডেশন বরাবরই বিভিন্ন জাতীয় দিবস গুলো উদযাপন করে আসছে। তারই ধারাবাহিকতায় ১৫আগষ্ট জাতীয় শোক দিবসে মিলাদ,দোয়া মাহফিল ,আলোচনা সভা এবং দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয় ।আলোকিত মানুষ ফাউন্ডেশনের মনোহরদী শাখা কার্যালয়ে উক্ত কর্মশালা উদযাপন করা হয় । উক্ত শোক দিবসের অনুষ্ঠানে নারী উদ্যোক্তা, এতিম বাচ্চাদের সহ স্থানীয় সংবাদকর্মীগণ এবং সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।শোক দিবসের গুরুত্ব, বঙ্গবন্ধুর ঐতিহাসিক কার্যক্রম,নেতৃত্ব এবং স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান সম্পর্কে সকলের উপস্থিতিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাজমিন সুলতানা তুলি খান।এবং তিনি তার বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধুর জীবাদর্শ এবং নানাবিধ আলোচনা করেন।উক্ত কর্মশালা টি সন্ঞ্চালনায় ছিলেন সাংবাদিক তালাশ। এবং সভাপতিত্ব করেন সংগঠনের মনোহরদী শাখার সভাপতি ফজলে রাব্বী সৌরভ ।