সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

মনোহরদীতে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট:

 

সাইফুর নিশাদ
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

বিজ্ঞাপন

 

নরসিংদীর মনোহরদীতে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার৷ (৪ আগস্ট) বিকেলে উপজেলার মনোহরদী বাসষ্ট্যান্ড সংলগ্ন গরু বাজার মাঠে আলোকিত মানুষ ফাউন্ডেশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোকি মানুষ ফাউন্ডেশনের নরসিংদী জেলা সভাপতি আ.সালামের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত মানুষ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় পার্টির (জাপা)কেন্দ্রীয় কমিটির সদস্য নাজনীন সুলতানা তুলি।

প্রধান অতিথির বক্তব্যে আলোকিত মানুষ ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজনীন সুলতানা তুলি বলেন,জলবায়ু পরিবর্তনে বাড়ছে বৈশ্বিক তাপদাহ, যার কারণ হিসেবে বিজ্ঞানীরা দুষছেন মানুষের সৃষ্ট বিপর্যয়কে।

এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে পরিবেশের উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগ অপরিহার্য। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার কার্যকর পরিকল্পনা নিতে হলে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। বৃক্ষনিধন, প্রাকৃতিক জলাশয় ভরাট থেকে বিরত থাকতে হবে। কৃষি জমিতে রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার কমাতে হবে।

নদীনালা-খালবিলে শিল্প ও পয়োবর্জ্য ফেলা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। শিল্পকারখানায় উৎপাদিত বর্জ্যগুলোকে উৎপাদনশীল উপকরণে পরিণত করতে হবে। পরিকল্পিত নগরায়ন করতে হবে। দেশের সর্বত্র বেশি করে বনজ, ফলজ বৃক্ষরাজি সঠিক পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হবে।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা মো.জামাল উদ্দিন আহমেদ, সাংবাদিক মো. মোস্তফা খান, মো.মাহবুব আলম সদস্য সচিব জাতীয় ছাত্র সমাজ নরসিংদী, জাতীয় ছাত্র সমাজ নরসিংদী সরকারি কলেজ শাখার আহবায়ক মো.সাজ্জাদ হোসেন সায়েম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত