
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া শাহ্ গাজী ঈসমাইল (রাঃ) নবনির্মিত মসজিদ ও মাদ্রাসা ভবন নির্মাণ কাজের সহায়তা হিসাবে নিজস্ব তহবিল থেকে নগদ ১’লক্ষ টাকা প্রদান করেন জয়পুরহাট-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সামছুল আলম দুদু। বৃহস্পতিবার দুপুরে মাজার প্রাঙ্গনে উপস্থিত হয়ে মাজার কমিটির হাতে সহায়তার অর্থগুলো তুলে দেন তিনি। তিনি পর্যায়ক্রমে মাজারের উন্নয়নের লক্ষে পরর্বতীতে আরো অর্থ সহায়তা প্রদানের আশ্বাস দেন। মাজার কমিটির সভাপতি আলহাজ্ব আহসান হাবিব মিলন, আ,লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য এনামুল হক মন্ডল, সানোয়ার হোসেন ও কমিটির সম্পাদক সাবেক ইউপি সদস্য গোলাম রাব্বানী সহ অনেকেই উপস্থিত ছিলেন।