
মানব সেবায় নিয়োজিত আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মোঃ রতন বাবু স্টাফ রিপোর্টার।।
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মানব সেবায় নিয়োজিত আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ জুন (শুক্রবার) মির্জাপুর ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে উক্ত ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া যদি হই রক্তদাতা জয় করবো মানবতা এই স্লোগানে ফ্রি রক্তদান কর্মসুচি পালন করেন।অনেকেই সেচ্ছায় রক্ত দান করেন, যা অনেক মানুষের জীবন বাঁচাতে বিশেষ ভুমিকা পালন করবে।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জনাব রেজাউল আহসান মডেল, সাবেক সচিব পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মওলানা শফিকুল ইসলাম, চেয়ারম্যান ১৬ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদ , মিঠাপুকুর, রংপুর। সম্মিলিত সামাজিক সংগঠক ফোরাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোঃ দেলওয়ার হোসেন ।
উক্ত ঈদ পুনর্মিলনী ও স্বেচ্ছাসেবী মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মেহেদী হাসান, সভাপতি- কামরুল হাসান সাগর, সাধারন সম্পাদক আল-ইমরান, প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম সহ সংগঠনের সদস্যরা।
সামাজিক কাজে অবদানের জন্য সংগঠনের পক্ষথেকে অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবীদের সম্মাননা প্রদান করা হয়।