সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

মিঠাপুকুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেসিন ও পাইপ জব্দ

আপডেট:

মোঃ রতন বাবু মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি।।

রংপুরের মিঠাপুকুর উপজেলার ০৭ নং- লতিবপুর ইউনিয়নের বাতাসন দূর্গাপুরে কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেসিন লাগিয়ে বালু উত্তোলন করার সময় ভ্রামমান আদালত অভিযান চালিয়ে ড্রেজার মেসিন এবং পাইপ জব্দ করেছে। এসময় বালু উত্তোলনকারী ফারুক মিয়া পালিয়ে যায়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০-জুন) বিকাল আনুমানিক ৫ ঘটিকার সময় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন এ অভিযান পরিচালনা করেন। এসময় তাকে সহযোগিতা করেন মিঠাপুকুর থানা পুলিশ এবং গ্রাম পুলিশ সদস্যরা। অভিযুক্ত পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান অভিযানকারী টিমের সদস্যরা।

স্হানীয়রা জানান, উপজেলার বাতাসন দূর্গাপুর গ্রামের মৃত-ফিজার মাষ্টারের ছেলে মোঃ ফারুক মিয়া, দীর্ঘদিন থেকে বালু উত্তোলনের সঙ্গে যুক্ত। তিনি তার ড্রেজার মেসিন দিয়ে বিভিন্ন সময়ে আবাদি এবং কৃষি জমি থেকে নিয়মনীতির তোয়াক্কা না করে বালু উত্তোলন এবং বিক্রি করে আসছিলেন। নিজ বাড়ির পাশেই প্রায় ১ কিঃমিঃ দুর থেকে দুটি ড্রেজার মেসিন দিয়ে কয়েকদিন থেকে বালু উত্তোলন করছিলেন। তার বালু উত্তোলনের কারনে আশপাশের ফসলি জমি এবং বাড়িঘর মারাত্মক ক্ষতির মুখে পড়ে। তারা উপজেলা প্রশাসনকে বিষয়টি জানালে আজ (মঙ্গলবার) ভ্রামমান আদালত পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন জানান, অবৈধভাবে বালু উত্তোলনে কোনো ছাড় নেই। ড্রেজার মেসিন জব্দ করা হয়েছে। অভিযুক্ত ফারুক মিয়াকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত