সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

মিরসরাইয়ের হিঙ্গুলীতে বিশ হাজার গাছের চারা বিতরণ 

আপডেট:

মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ২০২৩ সালে চট্টগ্রাম জেলায় ২৩ লাখ বৃক্ষরোপণে অংশহিসেবে মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়ন পরিষদে বিশ হাজার চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ আগষ্ট) দুপুরে হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়ার সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মিজানুর রহমান।

বিজ্ঞাপন

এই সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য শফিউল আজম, ইউপি সদস্য কামরুজ্জামান, ইউপি সদস্য সাইফুদ্দিন মাসুক, ইউপি সদস্য শহিদুল ইসলাম, ইউপি সদস্য এমরানুল হক, ইউপি সদস্য আলতাফ ও আজিজুল হক সহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

 

বিজ্ঞাপন

চেয়ারম্যান সোনা মিয়া বলেন, বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ নিধন বন্ধ করা এবং বৃক্ষরোপণ জোরদার করার প্রতি সচেতনতা সৃষ্টিই আমাদের লক্ষ্য। এ লক্ষ্যকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয়।

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত