সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

মিরসরাইয়ে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আপডেট:

মীরসরাই প্রতিনিধি: 

চট্টগ্রামে মীরসরাইয়ে ১১নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন এর উপর সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষনের প্রতিবাদে রোববার (১৮ জুন) বিকেল ৫টায় উপজেলার আবুতোরাব বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য যে, গত শনিবার উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মাষ্টার সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপর সন্ত্রাসীরা হামলা ও ভাংচুর চালায়।

বিজ্ঞাপন

ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন ও যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন মিলন এর সঞ্চালনায় এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন‌ উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া, মীরসরাই পৌরসভা মেয়র গিয়াস উদ্দিন, চেয়ারম্যান মধ্যে বক্তব্য রাখেন চেয়ারম্যান কবির আহমেদ নিজামী, মাফজুলুল হক জুনু, কামরুল হায়দার চৌধুরী, ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, নুরুল মোস্তফা, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভুঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ করিম রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে আবুতোরাব বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় উক্ত মিছিল বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত