সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

মিরসরাইয়ে জায়গা জবর দখল ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট:

মিরসরাই প্রতিনিধি।।।

মিরসরাইয়ে ব্যক্তিমালিনাধীন জায়গা রাতের আঁধারে জবর দখল করে স্থাপনা নির্মানের পাঁয়তারা, জমির মালিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিকার চেয়ে ভূক্তভোগি সম্মেলন করেছেন। শুক্রবার ৯জুন সকাল ১১ টায় উপজেলার ঠাকুরদীঘিস্থ ভূক্তভোগির নিজ বাড়ীতে উক্ত সংবাদ সম্মেলন করা হয়। এসময় ৮নং দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রুবেল লিখিত বক্তব্য পাঠ করে বলেন, গত ৫ জুন সোমবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কতিপয় অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে আমি মোঃ নাজিম উদ্দিন রুবেল ও আমার বড় ভাই মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার ছড়ানো হচ্ছে। এতে আমাদের রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক সুনাম ক্ষুন্ন করার গভীর ষড়যন্ত্র বলে আমি মনে করছি। ইতিমধ্যে আমার বড় ভাই পূর্ব মিঠানালা মৌজায় মিঠাছরা বাজারে বিএস ২৯১২ ও ২৯৬০ নং খতিয়ানে বিএস ২১২৫ দাগে ৭ শতক এবং দখল শর্তে ১ শতকসহ মোট ৮ শতক জায়গা ক্রয় করেন। উক্ত জায়গা জনৈক সন্ত্রাসী নুরুল মোস্তফা পলাশ নামের এক ব্যক্তি আওয়ামীলীগের লোক পরিচয় দিয়ে জবর দখলের চেষ্টা চালায়। পরে আমার বড় ভাই তাকে সাথে নিয়ে উক্ত ভূমি সরকারি সার্ভেয়ার দ্বারা পরিমাপ করেন। পলাশ সে পরিমাপকে অমান্য করলে আমরা ৯নং মিরসরাই সদর ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দায়ের করি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকে একাধিক বার নোটিশ প্রদান করলেও সে তা উপেক্ষা করে। পরে গত ৪ ঠা জুন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে গভীর রাতে উক্ত জায়গার মূল ফটক ভেঙ্গে বিভিন্ন মালামাল লুটপাট করে স্থাপনা নির্মাণ করার চেষ্টা করে। বিষয়টি মিরসরাই থানাকে অবগত করলে পুলিশ এলে তারা পালিয়ে যায়। পরে গত ৬ই জুন মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। এখন আমি গণমাধ্যমে সংবাদ প্রকাশের মাধ্যমে আমার পরিবারের সুনাম রক্ষা এবং আমার ভূমি উদ্ধারে আইনগত সহায়তা কামনা করছি।

বিজ্ঞাপন

এ বিষয়ে অভিযুক্ত নুরুল মোস্তফা পলাশের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি তাদের জায়গায় দখল করিনি। উল্টো তারা তাদের ক্রয়কৃত জায়গা বুঝে না পেয়ে আমার পৈত্রিক সম্পত্তিতে দখল করার চেষ্টা করায় আমি বাধাদিলে আমাকের মেরে রক্তাক্ত যখম করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত