সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

মিরসরাইয়ে কৃষি জমিতে স্থাপনা নির্মাণ গুড়িয়ে দিয়েছে প্রশাসন

আপডেট:

মিরসরাই প্রতিনিধি।।।

মিরসরাইয়ে কৃষি জমিতে স্থাপনা নির্মাণ গুড়িয়ে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার (৬ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান অভিযান পরিচালনা করেন। এসময় তাকে সহযোগিতা করেন মিরসরাই থানা পুলিশ

বিজ্ঞাপন

জানা গেছে, পূর্ব মঘাদিয়া মৌজার খৈয়াছড়া ঝর্ণা রোড়ের মুখে কৃষি জমিতে কোন প্রকার অনুমতি ব্যাতিত মাটি ভরাট করে রিসোর্ট তৈরি করছেন সুকান্ত কুমার রায় নামে একজন। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে বুলডোজার দিয়ে স্থাপনা গুড়িয়ে দেন প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান বলেন, অবৈধভাবে কৃষি জমিতে রিসোর্ট নির্মাণের খবর পেয়ে জায়গার মালিক সুকান্ত কুমার রায়কে এ ব্যাপারে সতর্ক করা হয় এবং নির্মাণকাজ বন্ধ রাখার জন্য বলা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন সুকান্ত রায় তা অমান্য করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় ফসলী জমি রক্ষায় তার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত