সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

মীরসরাইয়ে বন বিভাগের উচ্ছেদ অভিযানে ৪০ শতক জায়গা উদ্ধার

আপডেট:

মীরসরাই প্রতিনিধি :

চট্টগ্রামের মীরসরাই উপজেলার মহামায়া ইকো-পার্কের লেক সংলগ্ন এলাকায় সংরক্ষিত বনভূমিতে ঘর নির্মান কালে অবৈধভাবে জবর দখলকারীর ঘরটি ভেঙ্গে গুড়িয়ে দিয়ে ৪০ শতক জায়গা উচ্ছেদ ও দখলমুক্ত করা হয় এবং ঘটনাস্থল হইতে বিপুল পরিমান বাঁশ,খুটি ও চিড়াই কাঠ জব্দ করা হয় ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (০২ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলার মহামায়া এলাকায় অবৈধ স্হাপনা উচ্ছেদ ও ৪০ শতক সরকারি জায়গা দখলমুক্ত করে মীরসরাই রেঞ্জ কর্মকর্তা ও স্টাফরা।

উচ্ছেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন মীরসরাই রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহান শাহ নওশাদ ।

বিজ্ঞাপন

 

রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহানশাহ নওশাদ বলেন, চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী সার্বিক দিক-নির্দেশনায় উচ্ছেদ অভিযান করে মহামায়া ইকো-পার্কের মধ্যে অবৈধভাবে জবর দখলকারীর ৪০ শতক জায়গা উচ্ছেদ ও দখলমুক্ত করা হয় এবং বিপুল পরিমান বাঁশ,খুটি ও চিড়াই কাঠ জব্দ করা হয় । তিনি আরো বলেন সকলকে জিরো টলারেন্স নীতিতে বনভূমি রক্ষায় একযোগে কাজ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত