মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩

মীরসরাইয়ে বিএনপি নেতার উদ্যোগে মাংস বিতরণ

আপডেট:

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও মীরসরাই উপজেলার দরিদ্র ও অসচ্ছল ১হাজার পরিবারের মাঝে উপহার হিসাবে গরু ও মহিষের মাংস বিতরণ করা হয়েছে। শনিবার (১ জুলাই) সকালে উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম চৌধুরী ব্যাক্তিগত উদ্যোগে উনার নিজ বাড়িতে এ মাংস বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

মাংস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৬ নং সাহেরখালী ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী, ১১ নংমঘাদিয়া ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আলা উদ্দিন, ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি জসিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর সোহাগ , ১৬ নং ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক রফিক মেম্বার, যুবদলের নেতা আজাদসহ প্রমুখ ।

মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম চৌধুরী বলেন, বিগত ১০ বছর যাবৎ আর বি সি এগ্রো টুরিজম নিজস্ব খামারে উৎপাদিত গরু, মহিষের মাংস বিতরণ করা হয়ে থাকে। তিনি আরো বলেন মানুষের জন্য কিছু করতে পারলে আমি আনন্দ পাই। আমার দরজা সব সময় সবার জন্য খোলা রেখেছি। যাদের একটু সহযোগিতায় এরকম সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটতে পারে। তাই সমাজের অসহায় মানুষের প্রতি তাদের সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ জানাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত