
মীরসরাই প্রতিনিধি :
মীরসরাই উপজেলায় এসএসসিতে পাশের হার ৮৫.১৪% দাখিলে ৮০.১৮% এবং ভোকেশনাল ৯৩.৫৪%। এবার উপজেলায় ৪৭টি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় ৩টি স্কুল শতভাগ পাশ করলেও উপজেলায় ২৬টি মাদরাসা কেউ শতভাগ পাশ করতে পারে নাই।
উপজেলার ৪৭টি স্কুল থেকে ৫৫৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৪৭৪২ জন শিক্ষার্থী পাশ করেছেন। দাখিলে ২৬টি মাদ্রাসা থেকে ১০৫৫জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৮৪৬ জন শিক্ষার্থী পাশ করেছে। ভোকেশনাল থেকে ৬২জন পরীক্ষা দিয়ে ৫৮জন শিক্ষার্থী পাশ করেছে। এসএসিতে ২৮৯ জন ও দাখিলে ৬ জন এবং ভোকেশনালে ৮জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
উপজেলার মাধ্যমিকে বিশ্বদরবার উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয় ও ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় শত ভাগ পাশ করেছেন এবং দাখিলে কোন মাদরাসা শতভাগ পাশ করতে পারেনি।
উপজেলা ৪৭ মাধ্যমিক বিদ্যালয় এবং ২৬টি মাদ্রাসা মধ্যে ৮টি স্কুল ও ২২টি মাদ্রাসা কেউ জিপিএ ফাইভ পাইনি।