সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ঘের দখলের অভিযোগ

আপডেট:

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের হাওলাদারের বিরুদ্ধে ঘের দখল,আধিপত্য বিস্তার, স্থানীয়দের হয়রানিসহ নানা অভিযোগ উঠেছে। শনিবার (১৭ জুন) বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাও. আব্দুল কাদের।

এ সময় সোনাইলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আলী আকবর শেখ, মোংলা উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক বাবুসহ ক্ষতিগ্রস্তরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাও. আব্দুল কাদের বলেন, ২০২১ সালে সোনাইলতলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে বিএনপি নেতা মাহবুবুবর রহমানের পক্ষে অবস্থান নেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। কিন্তু আমরা আওয়ামী লীগের ত্যাগী নেতা আমজাদ হোসেনের নাম প্রস্তাব করলে উপজেলা চেয়ারম্যান আমাদের ওপর ক্ষিপ্ত হন। এরপর থেকেই চেয়ারম্যান ও তার লোকজন আমার ওপর হামলা করে।

এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার বলেন, মাও. আব্দুল কাদেরের সাথে মূলত নিজের বংশের লোকদের বিরোধ রয়েছে। অহেতুক আমাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন মাও. আব্দুল কাদের। আমি কারও ঘের দখল করিনি।

বিজ্ঞাপন

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত