মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩

রাণীশংকৈলে কৃষক কল্যাণ সমিতির উদ্যোগে কৃষি কর্মকর্তা সঞ্চয় দেবনাথের বিদায় সংবর্ধনা

আপডেট:

মাহাবুব আলম, রাণীশংকৈল,(ঠাকুরগাঁও)প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এস. এম. ই  কৃষক কল্যাণ সমিতির আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।এ উপলক্ষ্যে শনিবার (১৭ জুন) বিকাল ৫ টায় কৃষি অফিস কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এস.এম.ই কৃষক কল্যাণ সমিতির সদস্য আ.লীগ নেতা আহম্মেদ হোসেন বিপ্লবের সভাপতিত্বে বিদায়ী বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন লেহেম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম ই কৃষক সদস্য আবুল কালাম, বিদায়ী কৃষি অফিসারের সহধর্মীনী সান্তনা রাণী রায়,  উপজেলার এস এম ই  কৃষক কল্যাণ সমিতির সভাপতি পয়গাম আলী, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোবারক হোসেন, প্রেসক্লাব সহ-সভাপতি হুমায়ুন কবির।
আরো বক্তব্য রাখেন, এস এম ই কৃষক সদস্য  সাংবাদিক ইসমাম হোসেন, বিএডিসি ডিলার আবু বক্কর সিদ্দিক, শিমুল এগ্রো কোম্পানীর প্রতিনিধি রণজিৎ কুমার রায় প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপ সহকারি কৃষি অফিসারবৃন্দ এস.এম.ই কল্যাণ সমিতির বিভিন্ন সদস্য, বিএডিসির ডিলারবৃন্দ, প্রগতিশীল কৃষক  ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে বিদায়ী কৃষি অফিসারকে এস. এম. ই  কৃষক কল্যাণ সমিতির  পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার দেওয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত