সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

রামপালে আ’লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে ব্যারিস্টার ওবায়দুর রহমানের গণসংযোগ 

আপডেট:

 
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে আওয়ামী লীগ সরকারের নানামুখী উন্নয়নের চিত্র তুলে ধরে গণসংযোগ করেছেন  আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা  ব্যারিস্টার ওবায়দুর রহমান (ওবায়েদ)। 
 
 
 
বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর)  দিন ব্যাপি ভোজপাতিয়া  ইউনিয়নের চন্দ্রাখালী বাজার, বাঁশতলী ইউনিয়নের কালীগঞ্জ বাজার, রামপাল সদর ইউনিয়নের ভাগা বাজার, হুড়কা ইউনিয়নের গোনা বাজার ও মোংলা উপজেলার দিগরাজ বাজার, ও উজলকুড় ইউনিয়নের ফয়লা বাজারের বিভিন্ন স্থানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের নানামুখী উন্নয়ন  তুলে ধরে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে এ গণসংযোগ করেন। 
 
 
এসময় তিনি শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশের মানুষের মাথাপিছু আয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, জাতীয় বাজেট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রপ্তানি আয়, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ,  জেলা, আঞ্চলিক ও জাতীয় মহাসড়ক নির্মাণ, প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধিসহ  আওয়ামী লীগ সরকারের নানামুখী উন্নয়ন সংবলিত লিফলেট জনগণের মাঝে বিতরণ করেন।
 
গণসংযোগকালে তার সাথে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
### 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত