সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

রামপালে গাঁজাসহ যুবক আটক

আপডেট:

 

বাগেরহাটের  রামপালে থানা পুলিশ অভিযান চালিয়ে মোঃ তালিম শেখ(২৯) নামের এক যুবককে গাঁজাসহ আটক করেছে।

বিজ্ঞাপন

সে উপজেলার পেড়িখালী ইউনিয়নের বড় কাঠালী গ্রামের বাবুল শেখের পুত্র।

২১ জুন বুধবার রাত সাড়ে ১০ টার দিকে বড় কাঠালী গ্রামের ফকিরপাড়া জামে মসজিদের সামনে থেকে সাব-ইন্সফেক্টর লিটন কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তালিমকে আটক করে।

বিজ্ঞাপন

এসময় তার কাছ থেকে পুলিশ ৪০ (চল্লিশ) গ্রাম গাঁজা উদ্ধার করে।

এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম নিশ্চিত করে বলেন, গাঁজাসহ বড় কাঠালী গ্রামের তালিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য রামপাল থানার (ওসি) হিসেবে এস. এম. আশরাফুল আলম যোগদানের পর একের পর এক মাদক নির্মূল অভিযান পরিচালনা হচ্ছে, একের পর এক মাদক কারবারী আটক হচ্ছে। অনেক মাদক কারবারী এলাকা ছেড়ে পালিয়েছে, অনেক মাদক সেবনকারী ভালো পথে ফিরে আসছে। এ কারনে সর্ব মহলের প্রশংসায় ভাসছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত