মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩

রামপালে নবাগত ওসি হিসেবে আশরাফুল আলম’র যোগদান

আপডেট:

  বাগেরহাট জেলার রামপাল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন এস. এম. আশরাফুল আলম।
তিনি  ৩ মে বুধবার রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তিনি ২০১০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এস.আই. হিসেবে যোগদান করেন।
এরপর তিনি যশোর কোতোয়ালি মডেল থানা, বেনাপোল পোর্ট থানা, অভয়নগর থানা, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
এরপর  তিনি বাগেরহাট জেলা পুলিশের সাইবার ক্রাইম সেল, পুলিশ হাসপাতাল রিজার্ভ অফিসের পরিদর্শক ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষা জীবনে তিনি হিসাব বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন।  এরপর এলএলবি ও এলএলএম ডিগ্রী অর্জন করেন।  তিনি লন্ডনের বোল্টন বিশ্ববিদ্যালয় থেকে এমআইএস ডিগ্রী অর্জন করেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়া থেকে সাইবার ক্রাইম বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ ও ভারতের সিবিআই একাডেমি থেকে অর্গানাইজড ক্রাইম বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বর্তমানে তিনি পি.এইচ.ডি. গবেষণায় অধ্যয়নরত রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত