মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩

রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট:

বাগেরহাটের রামপালে খুলনা-মোংলা মহাসড়কে মটর সাইকেল ও ট্রাকের মুখমুখি সংঘর্ষে মটর সাইকেলের তিন আরোহি ঘটনাস্থলেই নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) রাত ৯.০০ টার দিকে খুলনা-মোংলা মহা-সড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রামপাল উপজেলার শংকর নগর এলাকার মোহাম্মদ বাশারের পুত্র মোহাম্মদ এনামুল (২৬), বেলাই এলাকার মোতাচ্ছেরের পুত্র আরিফ (২৭) এবং ফকিরহাট উপজেলার লকপুর গ্রামের শুকুরের পুত্র সাইদুল (২৫)। নিহত তিনজনই বেলাই এলাকার একটি মৎস্য ঘেরের কর্মচারী ছিলেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম জানান যে , রামপালের ফয়লাহাট থেকে বাজার করে খুলনা-মোংলা মহাসড়ক দিয়ে মোটরসাইকেল যোগে মৎস্য ঘেরে ফিরছিলেন তিনজন। তেঁতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনজনই ঘটনাস্থলেই নিহত হন। রামপাল থানা পুলিশ, কাটাখালী হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
###

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত