সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

লালমনিরহাটের শিবরাম স্কুল এন্ড কলেজে জাতীয় শোক দিবস পালিত

আপডেট:

নিজস্ব প্রতিবেদক:: লালমনিরহাটের সদর উপজেলার মিশনমোড়ের সার্কিট হাউস সংলগ্ন শিবরাম আদর্শ পাবলিক স্কুল এন্ড কলেজে ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত- নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ,স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে বিদ্যালয়ের অধ্যক্ষ আঞ্জুমানারা লতার উপস্থিতিতে দিবসটি উপলক্ষে বিদ্যালয় চত্বরে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা, জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পরে বঙ্গবন্ধুর স্মরণে বিদ্যালয় মাঠে বৃক্ষ রোপণ করা হয়। এসময় ঢাকনাই বিএম কলেজের অধ্যক্ষ ও থানা যুবলীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম বিটু , যুবলীগ নেতা শরাফত আলী, শিক্ষকমণ্ডলি, অভিভাবক এবং ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত