সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

শার্শার বীর মুক্তিযোদ্ধা হাইমুদ্দিন আর নেই

আপডেট:

মোঃ সাইদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি:-যশোরের শার্শার বীর মুক্তিযোদ্ধা হাইমুদ্দিন (৮৫) আর নেই। সোমবার (৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ জোহর শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া কলোনীপাড়া ময়দানে জানাজা শেষে গ্রামের কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ দাফন করা হয়।

বিজ্ঞাপন

জানাজার আগে শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার দেন।
এ সময় শার্শা থানার মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম, নিজামপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধাসহ ওই গ্রামের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে শার্শার সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন তার মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে যান এক নজর দেখতে। এ সময় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত