সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

শার্শায় পুজা মন্ডপ পরিদর্শনে জেলা আ.লীগের দপ্তর সম্পাদক কনক সরদার

আপডেট:

বেনাপোল প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৮০ দশকের তূখোর ছাত্র নেতা ও বর্তমানে যশোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাডঃ নবী নেওয়াজ মুজিবুদৌল্লা সরদার কনক।

মঙ্গলবার সকাল থেকে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে শার্শা ও বেনাপোলে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন তিনি।

বিজ্ঞাপন

পরিদর্শন কালে তিনি সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫ যশোর-১ (শার্শা) আসনে আওয়ামীলীগ এর দলীয় মনোনয়ন প্রত্যাশী এ্যাডঃ নবী নেওয়াজ মুজিবুদৌলা সরদার কনক।

তিনি শার্শা উপজেলার সকল দূর্গোৎসব পালনে যেন কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান।

বিজ্ঞাপন

এ সময় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাডঃ নবী নেওয়াজ মুজিবুদৌলা সরদার কনক বলেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক হয়ে পথ চলি। প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান করি। এই পুজা হতে শিক্ষা নিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে ধর্ম বর্ণ নিবিশেষে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে বলে তিনি বলেন।

এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান মিন্নু সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত