সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

শার্শায় ভিন্ন আয়োজনে শহীদ শেখ রাসেলের জন্মদিন উদযাপন

আপডেট:

স্টাফ রিপোর্টার :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে ভিন্ন রকম এক স্মরণ সভার আয়োজন করে শাশা উপজেলা রাসেল স্মৃতি সংসদ।

বুধবার (১৮ অক্টোবর) বিকালে শার্শা বাজার কমিউনিটি ক্লিনিক মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

শার্শা উপজেলা রাসেল স্মৃতি সংসদ এর সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যশোর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন।

শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে
সাবেক মেয়র আশরাফুল আলম লিটন শার্শা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬০ জন শিশু রাসেলকে একত্রিত করেন। এসময় তাদের হাতে রাসেল সম্বলিত ফেস্টুন ও রাসেলের ব্যবহৃত প্রিয় বাইসাইকেল তুলে দেন তিনি। পরে রাসেলের স্মৃতি স্মরণে জন্মদিনের কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করেন।

বিজ্ঞাপন

এসময় শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত