
রনিকা বসু (মাধুরী)
স্টাফ রিপোর্টার:
শেখ হেলাল উদ্দিন এমপির পক্ষে চিতলমারী বাসীসহ সকল মুসলিম ভাই বোনদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন চিতলমারী উপজেলা যুবলীগের আহব্বায়ক শেখ মোঃ নজরুল ইসলাম। তিনি ঈদের শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা। যা সকল মানুষকে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে। ঈদ হলো শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও যেন সকল মুসলিম উম্মাহর মধ্যে এই শান্তি সম্প্রীতি বজায় থাকে এই কামনা রইলো।
কুরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতায় আমাদের হৃদয়কে প্রসারিত করে। কুরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য।
বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। তাই চিতলমারী বাসীসহ সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।