সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

শ্রীপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.২২ পেয়েছে ইসরাত জাহান মুক্তা

আপডেট:

গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে এবারের‌ ২০২৩ সালের এসএসসির পরিক্ষার ফলাফলে জিপিএ ৪.২২ পেয়েছে ইসরাত জাহান মুক্তা। সে গাজীপুর উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে জিপিএ ৪.২২ পেয়েছে।

আজ শুক্রবার (২৮ জুলাই) অনলাইনে ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বিজ্ঞাপন

ইসরাত জাহান মুক্তা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শ্রীপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল বাতেন বাচ্চুর বড় কন্যা।

ফলাফলে দারুণ খুশি হওয়া মুক্তার স্বপ্ন ভবিষ্যতে বিচারক হবে। মা-বাবা, বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতার কথা জানায় ।

বিজ্ঞাপন

ইসরাত জাহান মুক্তা এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.২২ পেয়ে উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শ্রীপুর উপজেলা শাখা অফিসে তার পিতা আব্দুল বাতেন বাচ্চু মিষ্টি বিতরণ করেন৷

এবার গাজীপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৬৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ করেন এবং এর মধ্যে ১৩৮ জন উত্তীর্ণ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত