
মিরসরাই প্রতিনিধি,
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ইসরাত জাহান রিমার নিহতের ঘটনায় তার পরিবারের পাশে দাঁড়িয়েছে এস রহমান ট্রাস্ট ও জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার।
সোমবার (৯ অক্টোবর) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিহত রিমার বাবা জামাল উদ্দিন এর হাতে আশি হাজার টাকার চেক তুলে দেন চেয়ারম্যান করিম মাষ্টার এর আগে বিশ হাজার টাকা দিয়েছিলেন। এছাড়া এস রহমান ট্রাস্ট থেকে জানাজা সম্পন্ন করার জন্য এক লাখ টাকা দেয়া হয়। নিহতের ভাইয়ের জন্য একটি বাই সাইকেল প্রদান ও শিক্ষা উপবৃত্তি ও বেতন বিনামূল্যে করা হয়। যতদিন পড়ালেখা চলবে ততদিন এই উপবৃত্তি চলমান থাকবে। চেক তুলে দেন চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজমল হোসেন, সহকারী শিক্ষক মোঃ নোমান, জীব বিজ্ঞান প্রভাষক ফেরদৌস হোসেন।
নিহত রিমার বাবা বলেন, একটি দূর্ঘটনা সারাজীবনের কান্না। কিছু ড্রাইভারের বেপরোয়া গতির কারণে এইসব দূর্ঘটনা ঘটে। আমি চাইব যাতে এভাবে আর কারো মায়ের কোল খালি না হোক। আমার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ।
মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ নোমান বলেন, এমন দূর্ঘটনা কখনো কাম্য নয়। আমরা দূর্ঘটনার দিন থেকে এখন পর্যন্ত পাশে আছি এবং থাকব।
জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার বলেন, আমাদের অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির নির্দেশে তাৎক্ষণিক যা যা করা দরকার আমরা করেছি। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে ঐ পরিবারের সবসময় খবরাখবর রাখি এবং ভবিষ্যতে রাখব।
উল্লেখ্য, গত বুধবার (৩১ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরাতন রোড়ে মস্তাননগর এলাকায় ইসরাত জাহান রিমা (৯) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত ইসরাত জাহান রিমা জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিন সোনাপাহাড় এলাকার নুর ইসলাম মিয়ার বাড়ির জামাল উদ্দিনের মেয়ে। সে হাজীশ্বরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।