শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩

সন্মানিত ডঃ ইউনুস পর্ব

আপডেট:

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

তাং ঃ ০৫.০৯.২০২৩

বিজ্ঞাপন

 

ডঃ ইউনুস বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী। তাকে আমরা ভালোবাসি, সন্মান করি কিনা তা প্রশ্ন সাপেক্ষ!

বিজ্ঞাপন

সন্মান টাকাপয়সার মত উপার্জন করতে হয় ভালবাসা উপার্জন ছাড়াই পাওয়া যায় যেমন ভাই ভাইকে ভালবাসে মা তার সন্তান কে আমি আমার উপজেলার সব লোকগুলো কে!

 

ডঃ ইউনুসের পক্ষে ১৭৫ জনের মত বিশিষ্ট জন বিবৃতি দিয়েছেন তার বিচার প্রক্রিয়া বন্ধ করতে! ডঃ ইউনুসের বিরুদ্ধে ১৯৫ জন বিবৃতি দিয়েছেন বাংলাদেশ বংশোদ্ভূত আমেরিকান যার মধ্যে আছেন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিষ্টার আন্তর্জাতিক ব্যবসায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক!

পক্ষে যারা বিবৃতি দিয়েছেন তার বিচার প্রক্রিয়া বন্ধ করতে তাদের মধ্যে আছেন ডঃ ইউনুসের বিশেষ বন্ধু

হিলারি ক্লিনটন, জাতিসংঘের এককালের মহাসচিব বানকি মুন, তিমুরের সাবেক প্রেসিডেন্ট রামোস, আয়ারল্যান্ডের সাবেক রবিনসন।

 

ডঃ ইউনুসের বিরুদ্ধে অভিযোগ কি?

১. মানি লন্ডারিংয়ের মামলা বাই দুদক।

২. কর ফাঁকি —

৩.শ্রম অধিকার লংঘন।

 

প্রিয় পাঠক, আমরা মানুষ মানবতা মনুষ্যত্ব আমাদের আসল বিষয় তারপর ধর্ম মানবিক আচরণ গনতন্ত্র।

তা হলে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে আদালত কে বিচার বন্ধ করতে বলা যায়? এক মানিলন্ডারিং এ দোষী হলে দশ বছর কারাদণ্ড সাথে দশ লাখ টাকা জরিমানা! এমন মামলা বন্ধ করতে তারা বলে যারা আইনের শাসন, গনতন্ত্র, মানবতা আমাদের শিখান।

কর ফাঁকি, শ্রমিক ঠকানো প্রতিটা গুরুত্বপূর্ণ অপরাধ।

এই সব মানুষ একজন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে দেন না কেন যিনি টেনশনে ধুঁকে মরছেন। তার বিরুদ্ধে মামলা কি? জিয়া অরফানেজ ট্রাস্টের তিন কোটি টাকা আত্মসাত —

এটা কি বিশ্বাস যোগ্য। আসলে বিএনপির চেয়ারম্যান থেকে গ্রাম পর্যায়ের পাতি নেতার সাথে আলোচনা করে দেখবে তাদের ভাব কিছুটা ড্যাম কেয়ার, আমি কি হনুরে, তাই এই টাকাটার কাগজপত্র ঠিক করা হয় নাই, তাকে ডুবিয়েছন তার আইন মন্ত্রী ও উপদেষ্টা গন।

 

কেউ কি আইনের উর্ধ্বে? মনে করার চেষ্টা করেন, ১৯৯৬ সালে শেখহাসিনা ক্ষমতায় এলে তিনি একটা সত্যি কথা বলেছিলেন কিন্তু যা ছিলো কনডেন্স অফ কোর্ট! তিনি বলেছিলেন, “আদালত শত-শত চোর ডাকাত মাস্তাম জামিন দিয়ে দিচ্ছেন, কথা সত্যি ছিলো। আওয়ামীলীগ পাওয়ারে আসছে জামিন শুরু অগ্রগনিত। সাথে সাথে আদালত প্রায় ৬ লক্ষ টাকা তাকে জরিমানা করে দেন! কই শেখ হাসিনা তো লাথি মেরে আদালতের এজলাস ভাঙেন নাই বরং জরিমানা দিয়ে বা নিঃশর্ত ক্ষমা চেয়ে (ফয়সালা টা ভুলে গেছি)!

তা হলে ডঃ ইউনুস কি খালেদা হাসিনার থেকে বড় কেউ নাকি কোটি কোটি ডলারের লবিং তার বড় ?

১.তিনি কি কোনদিন করোনার জন্য এককোটি টাকা বরাদ্দ দিয়েছেন?

২. শীতবস্ত্র গরীবকে বিতরণ করেছেন?

৩. কোন বাংলাদেশ সংকটে পিছে দাড়িয়েছেন?

৪. যে দেশে ৬০/৬৫ বছরে অবসর সে দেশে উনি জোর করে ৭৫ বছরে গ্রামীন ব্যাংকের M D বা চেয়ারম্যান থাকতে চান কোন আক্কেলে?

৫. কেন শ্রমিকের ১২শে কোটি টাকা মেরে খেলেন যেখানে খালেদার তিন কোটি তে জীবন মৃত্যু লড়াই চলছে!

৬. পদ্মা সেতু বাংলাদেশের নেবেল থেকে বড় অর্জন

(নোবেল for a person but পদ্মা সেতু for all people’s of Bangladesh.)

তিনি কি মিথ্যা অপবাদে বিশ্ব ব্যাংক সরে গেলে অর্থায়নের চেষ্টা করেছেন নাকি হাততালি দিয়েছেন?

৭. গ্রামীণ ফোনের ৩৪% শেয়ার ডঃ ইউনুস, ৫৬% টেলিনর ও ১০% পূজি বাজার। সারা বিশ্বে মোবাইল রেট থেকে বাংলাদেশ রেট তিনগুণ বেশী। কারন ডঃ ইউনুস, গ্রামীনফোন রেট কমায় না, উনি তস্যসুদের মানুষ রেট কমাতে দেন না। একসময় কলকরনে ওয়ালা ও কল রিসিভ ওয়ালা দুজনের থেকে পয়সা কাটা হতো।

প্রিয় পাঠক, পোস্টমর্টেম করলে আরো চার পাতা করতে পারি আপনার কোন সহানুভূতি থাকবে না বরং ঘৃনা করবেন।ওয়ান ইলেভেনে উনার ভুমিকা দারুন নেগেটিভ, উনি ক্ষমতায় বসার স্বপ্ন দেখেছিলেন, মাইনাস টু ও তারেক খালেদার এ অবস্থার জন্য অনেক অংশে দায়ী। বিএনপি তার জন্য চোখের পানি ফেলে না বুঝ দল, শুধু আওয়ামী বিরোধী হলেই খুশি হয়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত