
রনিকা বসু ( মাধুরী)
স্টাফ রিপোর্টার:
রাম পাল প্রেসক্লাব এর সাবেক সাধারন সম্পাদক ৭১ টিভির ও দৈনিক নওয়াপাড়া প্রতিনিধি এইচ আমিনুল হক নান্টুর মাতা রনজিদা বেগম (৫৫) অসুস্থতা জনিত কারণে ইন্তেকাল করেছেন। বুধবার (২১ জুন) বিকাল ৫ টায় খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে সে স্বামী, দুই পুত্র ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছে ন। রঞ্জিদা খাতুন ফয়লাহাটের বিশিষ্ট চিংড়ি পোনা ব্যাবসায়ী হাওলাদার মারুফুল হকের স্ত্রী। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব রামপাল এর নেতৃবৃন্দ। এ এছাড়াও শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র নেতৃবৃন্দ। অনুরূপ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামসহ নেতৃবৃন্দ। মরহুমার নামাজে জানাযা বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১০ টায় ফয়লাহাটের গোবিন্দপুর তার নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে।