সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

সাংবাদিক নাদিম হত্যার দ্রুত বিচারের দাবিতে চাটখিল প্রেসক্লাবের মানববন্ধন

আপডেট:

মোঃ ইসমাইল হোসেন সজীব
চাটখিল নোয়াখালীঃ

জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় নিহত বাংলা নিউজ টুয়েন্টি-ফোর এর জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকারীদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবিতে নোয়াখালীর চাটখিল প্রেসক্লাব কর্তৃক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে,২১ জুন (বুধবার) সকাল ১১ টায় চাটখিল উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,চাটখিল প্রেসক্লাব সভাপতি সোয়েব হোসেন ভুলু,সাধারণ সম্পাদক মামুন হোসেন, সাবেক সভাপতি দিদারুল আলম,সাংবাদিক ফোরাম সভাপতি আবু তৈয়ব, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ,৭১ টিভি উপজেলা প্রতিনিধি কামরুল ইসলাম কানন,মফস্বল সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী,সম্পাদক দৈনিক নয়া বঙ্গবাজার নূর আলম,চাটখিল প্রেসক্লাব সদস্য আবুল কালাম আযাদ,মোঃ ইসমাইল হোসেন সজীব,শেখ ফরিদ,জাহাঙ্গীর আলম,আমান উল্লাহ,সাংবাদিক বেলাল হোসেন নাঈম,জহিরুল ইসলাম পলাশ প্রমুখ।

মানববন্ধনে বক্তব্যে সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন,সল্প সময়ের মধ্যে খুনিদের গ্রেফতারে অবশ্যই সরকারের প্রশংসা করতে হয় তার সাথে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম এর হত্যাকারীদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত