শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩

সাংবাদিক নাদিম হত্যার মুলহোতা বাবু চেয়ারম্যান বোনের বাড়ি হতে গ্রেফতার

আপডেট:

সাংবাদিক নাদিম হত্যার মুলহোতা বাবু চেয়ারম্যান বোনের বাড়ি হতে গ্রেফতারফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ শনিবার (১৭ জুন) সকাল ৭টার দিকে পঞ্চগড়ের সীমান্তবর্তী দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চরতিস্তাপাড়া বোনের বাড়ি থেকে সাংবাদিক নাদিম হত্যার মূল হোতা বাবু চেয়ারম্যানকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে বকশীগঞ্জ থানার পুলিশ আরো ১০ জনকে আটক করেছে বলে জানা গেছে। তাছাড়াও শুক্রবার (১৬ জুন) রাতে মাহমুদুল আলম বাবু চেয়ারম্যানকে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

  1. উল্লেখ্য, গত ১৪ জুন রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাংবাদিক নাদিমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার তার সময় মৃত্যু হয়। নিহত সাংবাদিক বাংলানিউজ টোয়েন্টিফোর ও ৭১ টেলিভিশনে কর্মরত ছিলেন।সাংবাদিক হত্যার মূলহোতা বাবু চেয়ারম্যান সহ ইতি মধ্যেই এগারজনকে গ্রেপ্তার করা হয়।
    সাংবাদিক মহল আসামীদের শুধু গ্রেফতারেই সন্তুষ্ট নয়, দ্রুত ফাঁসি কার্যকর করার জোড়ালো দাবী করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত