সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

সানন্দবাড়িতে বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট:

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, অশ্লীলতা, সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনসচেতনতা মূলক বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সানন্দবাড়ী ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে বৃহস্পতিবার ২৪আগস্ট বিকাল ৪ টায় এই সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সানন্দবাড়ী পিআইসির পুলিশ পরিদর্শক মোঃ আব্দুর রহিম ও এস আই হারুন অর রশিদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পুলিশ সুপার (বিপিএম) মো: কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল সুমন কান্তি চৌধুরী, সানন্দবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রামাণিক, ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, চরআমখাওয়া ইউনিয়ন মুক্তি যোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামছুল হক মাস্টার,

বিট পুলিশিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম আকন্দ, ডাংধরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর আর্মি, সানন্দবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক চেয়ারম্যান শেখ নাজিম উদ্দীন,
প্রমূখ। মাদক,জুয়া,ইভটিজিং,নারী নির্যাতন,বাল্যবিবাহ ও অশ্লীলতা সন্ত্রাস এবং জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত