
ঈদ এলো
ফেরদৌসী খানম রীনা
ঈদ এলো ঈদ এলো
কোরবানি ঈদ,
সেই খুশিতে ছোট-বড়
সবার ভরা হৃদ।
গরু ছাগল দুম্বা দিবে
এবার কোরবানি,
আল্লাহর হুকুম ঠিক ভাবে
আমরা সবাই মানি।
মিলেমিশে ঈদগাহে গিয়ে
নামাজ পড়ি,
ভাতৃত্বের বন্ধনে আমরা
সমাজটা গড়ি।
ত্যাগে মহিমা উজ্জীবিত
হোক সবার মন-প্রাণ,
খোদার দিদার লাভ করি
তিনি তো সুমহান।
কুরবানির ঈদ
মোঃ জাবের মীর
জিলহজ্জ মাসের দশম তারিখ
কুরবানির-ই ঈদ।
মুমিন, মুসলিম আত্মহারা
গায় আনন্দের-ই গীত।
এই দিনেতে তারা হালাল
পশু করে কুরবানি।
ইব্রাহিম (আ) এর আত্মত্যাগ
আমরা সবাই জানি।
নবীর সেই মহান আত্মত্যাগ
প্রতি মুসলিম মানে আজও।
পশু হচ্ছে ভেড়া,দুম্বা,বকরি,
গরু,মহিষ আর উটও।
এই ছয় প্রকার পশু ছাড়া
কুরবানি বৈধ নয়।
কুরবানি দেয়ার আগে কিন্তু
মন শুদ্ধ হতে হয়।
কলুষিত মন নিয়ে হবে না
দিলে বিশাল পাঁচ-ছ খানি।
সবার আগে দিতে হবে
মনের পশুকে কুরবানি।