
মঙ্গলবার রাতে সিঙ্গাপুরের মোস্তফা হল রুমে ১৫ আগস্ট ১৯৭৫ এবং হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সিঙ্গাপুর ছাত্রলীগ। এতে সভাপতিত্ব করেন সিঙ্গাপুর ছাত্রলীগের সহ সভাপতি জুয়েল রানা এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জে পি তালাস।
অনুষ্ঠানের শুরুতেই সিঙ্গাপুর ছাত্রলীগের নেতাকর্মীরা জাতীর জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং অনুষ্ঠানের শুরুর পরে ১৫ আগস্টে বঙ্গবন্ধুর পরিবার এর নিহত শহীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি আলেক হোসেন আলেক ।
বিশেষ অতিথির বক্তব্য ইমরান বেপারি সাংগঠনিক সম্পাদক সিঙ্গাপুর আওয়ামী লীগ। রাখেন মোঃ জাতীয় শ্রমিক লীগ সিঙ্গাপুর শাখার সাধারণ সম্পাদক একরামুল হক ।
অন্যান্যদের মধ্যে সিঙ্গাপুর শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে বক্তব্য , বিজয় বিমল বর্মন, সহ সভাপতি সিঙ্গাপুর ছাত্রলীগ , সুমন হাওলাদার সহ সভাপতি । , শিমুল ঘোষ সাংগঠনিক সম্পাদক বক্তব্য রাখেন।
এছাড়াও সিঙ্গাপুর শাখার ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন , বাবু , নাজমুল হোসেন মোল্লা, , নাজমুল, মোহাম্মদ মনি, ফারুক রায়হান, শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা ১৫ আগস্ট শোককে শক্তিতে পরিণত করে এক সাথে কাজ করার আহবান জানান।
প্রধান আলোচক সিঙ্গাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী রহমত জয় বলেন, বঙ্গবন্ধুকে হত্যার চার দশক অতিবাহিত হয়ে গেল। শুধুমাত্র চারদশক কেন, অনন্তকাল ধরে ইতিহাসের এই বরপুত্রের মূল্যায়ন করবে সমগ্র জাতি। এই মহান নেতার শাহাদাত বার্ষিকীতে অন্তরের গভীর শ্রদ্ধায় তাঁকে স্মরণ করছি। নিহতদের জন্য রুহের মাগফেরাত কামনা করছি।
তিনি আরও বলেন “খণ্ডিত নয়, নয় কোন বিকৃত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানুক প্রজন্ম থেকে প্রজন্ম ” এই মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযুদ্ধের চেতনায় জয় বাংলার প্রেরণায় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার জন্য তরুণ প্রজন্মকে আহবান করেন।
অনুষ্ঠান শেষভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। রাতের ডিনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।