সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

সুন্দরগঞ্জের চন্ডিপুর ইউপি নির্বাচনে ৮২ জন প্রার্থীর মনোনয়ন জমা

আপডেট:

হযরত বেল্লাল:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে ৮২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন ও সাধারণ সদস্য পদে ৫৪ জন প্রার্থী মনোয়নয় পত্র সংগ্রহ ও জমা দেন।  ঘোষিত তফশিল অনুযায়ী ১৮ জুন রোববার ছিল মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদানের শেষ দিন। সোমবার ১৯ জুন যাচাই বাছাই, ২৫ জুন প্রার্থীতা প্রত্যাহার ও ১৭ জুলাই ভোট গ্রহন অনষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী মেহেদী মোস্তফা মাসুম ও জাতীয় পাটির মাইদুল ইসলাম টেক্কাসহ ৯ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার ও চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটানিং অফিসার সেকেন্দার আলী জানান, চন্ডিপুর ইউনিয়নে মোট ভোট সংখ্যা ২৫ হাজার ৫৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৬৭৬ জন এবং নারী ভোটার ১২ হাজার ৮৮৮জন। ইউনিয়ন পরিষদের সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন হতে নির্ধারিত সময়ের ১৮ মাস পর এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত