সুন্দরগঞ্জের বেলকা মজিদপাড়া স্কুলে অভিভাবক সমাবেশ

হযরত বেল্লাল, স্টাফ রির্পোটার:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে নতুন শিক্ষাক্রমের রুপরেখা বাস্তবায়নের লক্ষ্যে যষ্ঠ ও সপ্তম শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলাম। বিদ্যালয়ের সহকারি শিক্ষক হায়দার আলীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক মুসলিম আলী, আব্দুর রহিম, উজ্জল বিকাল রায়, সেলিম মিয়া প্রমূখ। উপজেলা নিবার্হী অফিসার বলেন, সরকার ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বির্নিমানে কাজ করছে। স্মার্ট বাংলাদেশের কারিগর হিসেবে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা একান্ত কাম্য। একটি মহল নতুন শিক্ষাক্রম নিয়ে গুজব ছড়াচ্ছে, এতে কান দেয়া যাবে না। নতুন শিক্ষাক্রমের রুপরেখ সরকারের একটি যুগোপযোগি সিদ্ধান্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here