
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ১১ ইউপি সদস্যের অনাস্থার শুনানি (২৩ মে সোমবার) সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা প্রশাসকে নির্দেশে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান অভিযোগকারী প্যানেল চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদসহ ১১ ইউপি সদস্য, অভিযুক্ত চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম মুকুলও ইউপি সচিব মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
দীর্ঘক্ষণ উভয় পক্ষের অভিযোগ শোনেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান।
এব্যাপারে অভিযোগকারী প্যানেল চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ বলেন, চেয়ারম্যানের স্বেচ্ছাচারীতা ও দুর্নীতির বিরুদ্ধে আমরা অভিযোগ দিয়েছিলাম, তার আজ শুনানি হলো, আশা করছি কতৃপক্ষ দ্রুত বিষয়টি নিষ্পত্তি করে ব্যবস্থা নিবে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম মুকুল বলেন, আজ শুনানিতে দুই পক্ষের কথা শুনেছে।
এব্যাপারে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে আজ শুনানি ছিল, উভয় পক্ষের কথা শুনলাম।
এব্যাপারে আমি মাননীয় জেলা প্রশাসককে প্রতিবেদন দিব।
উল্লেখ, গত ১৬ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার ১৩ নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজহারুল ইসলাম মুকুল ও ইউপি সচিব মিজানুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগে অনাস্থা চেয়ে গাইবান্ধা জেলা প্রশাসক কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ১১ ইউপি সদস্য।