সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

সুন্দরগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

আপডেট:

হযরত বেল্লাল:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ই আগস্ট (মঙ্গলবার) উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে উপজেলা সভাপতি মিসেস আফরুজা বারী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু’র আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সফিউল আলম সরকার, আহসান আজিজার সরদার মিন্টু, মশিউর রব্বানী আপেল, সাজেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, রেজাউল আলম রেজা, সাংগঠনিক সম্পাদক মেহেদী মোস্তফা মাসুম, পৌর সভাপতি আহসানুল করিম চাঁদ, পৌর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশেকুজ্জামান প্রামানিক তুহিন, সাধারণ সম্পাদক জামিউল আনসারী লিংকন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে ছালমা, উপজেলা মহিলা যুবলীগ সভাপতি আল্পনা গোস্বামী, উপজেলা শ্রমিক লীগ আহবায়ক গণেশ শীল, উপজেলা ছাত্রলীগ সাবেক যুগ্ম আহবায়ক রতন মিয়া প্রমূখ। এরআগে একটি র‌্যালি দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, শোক র‌্যালি, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, তবারক বিতরণ।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিসেস আফরুজা বারী বলেন, আজ ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁহার নিহত পরিবারবর্গের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি আরও বলেন, উপজেলা আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদেরকে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী দ্বাদশ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত