
গাইবান্ধানর সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামে অভিযান চালিয়ে ১২০পিস ইয়াবাসহ মাদককারবারি মাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে পুলিশ তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। মাইদুল ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন হতে মাদককারবারি করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে।