সুন্দরগঞ্জে শেখ কামালের জন্মদিন পালিত

হযরত বেল্লাল:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে শনিবার উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি গণেশ চন্দ্র শীলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিসেস আফরুজা বারী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুবলীগ নেতা শহীদুল ইসলাম রানা, শেখ রাসেল পৌর কমিটি সভাপতি সন্দিপন বসুনিয়া, সাধারণ সম্পাদক অর্ক, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাবানা বেগম বীনা, যুবলীগ নেতা শ্যামল চন্দ্র প্রমূখ
এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিসেস আফরুজা বারী বলেন , শেখ কামাল যেসব গুণাবলী তার পরিবার থেকে পেয়েছেন, যা তার ব্যক্তিগত, সামাজিক ও সাংস্কৃতিক জীবনে প্রতিফলিত হয়েছে। হাইকমিশনার শেখ কামালের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মুক্তিযুদ্ধের সময় শেখ কামাল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর এডিসি ছিলেন।
তিনি আরো বলেন, শহীদ শেখ কামালের স্বপ্ন জীবনের তাৎপর্যপূর্ণ দিকগুলো বাঙালি জীবনের আদর্শ হিসেবে প্রতিফলিত হচ্ছে।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত পরিবারের সব শহীদের আত্মার শান্তি কামনা করে মুনাজাত অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here