সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

সুন্দরগঞ্জে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আপডেট:

গাইবান্ধার সুন্দরগঞ্জে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩’তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

বুধবার(১৭মে) দিবসটি উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে সমবেতকন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ‍্যমে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল‍্য অর্পণ করা হয়।
আরো পড়ুনঃ গাইবান্ধায় আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ২ পুলিশ আহত!
এরপর দলীয় কার্যালয়ে থেকে একটি র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

বিজ্ঞাপন

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবুর সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলার শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

উল্লেখ্য যে, ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যদেরকে হত্যার পর শেখ হাসিনা দীর্ঘ প্রায় ছয় বছর বিভিন্ন দেশে নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফিরে আসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত